জোয়ারে উত্তাল সমুদ্র! দিঘায় সতর্কতা, দেওয়া হল কন্ট্রোল রুমের নম্বর

পূর্ব মেদিনীপুর জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-09-23 132706

পূর্ব মেদিনীপুর, দিঘা: বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমেই স্থলভাগের দিকে এগিয়ে আসছে। রাজ্যের উপকূল-সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই নিয়ে সতর্ক করে মাইকে প্রচার চলল দিঘায়। মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে। উপকূলবর্তী এলাকায় বসবাসকারী লোকজনকেও জরুরি কাগজপত্র গুছিয়ে রাখতে বলা হয়েছে। 

পূর্ব মেদিনীপুর জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় জেলা প্রশাসন সব ব্যবস্থা করে রেখেছে। তবে অযথা আতঙ্কিত না-হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডিডিএমও মৃত্যুঞ্জয় হালদার। প্রয়োজনে জেলার কন্ট্রোল রুমে ফোন করার কথাও বলেছেন তিনি। সেই নম্বর হল ০৩২২৮-২৬২৭২৮। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় সুস্পষ্ট হবে সাগরের উপর থাকা নিম্নচাপ। তার জেরে ঝড় ও বৃষ্টি চলবে গোটা রাজ্যে। প্রতিনিয়ত জেলার কন্ট্রোল রুমে পৌঁছে যাচ্ছে আবহাওয়া দফতরের তথ্য। আবহাওয়ার গতিবিধির উপর জেলা প্রশাসনের আধিকারিকেরা নজর রাখছেন বলে খবর।

জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রামনগর-১ ব্লক প্রশাসনের তরফে দিঘা-সহ সৈকত লাগোয়া এলাকাগুলিতে বাসিন্দাদের সতর্ক করে প্রচার চালানো হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে। উপকূল এলাকার বাসিন্দাদের জরুরি কাগজপত্র গুছিয়ে রাখতে বলা হয়েছে। সেই সঙ্গে মোবাইল, এমার্জেন্সি লাইট চার্জ দিয়ে রাখতে বলা হয়েছে।

মঙ্গলবারও বহু পর্যটক দিঘার সমুদ্রে স্নান করতে নামেন। রামনগর ১ ব্লকের পদিমা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স এসোসিয়েশনের সভাপতি সুশান্ত কুমার পাত্র জানিয়েছেন যে জেলা প্রশাসনের তরফে চরম সতর্কতা জারি করা হয়েছে। তবে ভরা জোয়ারের সময় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি পর্যটকদের নির্বিঘ্নে থাকার পরামর্শও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র।

Screenshot 2025-09-23 132738