"দরকারে এক সমুদ্র রক্ত দিয়ে দেব"! বিধায়ক অজিত মাইতির বিশেষ কর্মসূচি

২৬ জন পর্যটককে শ্রদ্ধা জানালেন অজিত মাইতি।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-04-28 at 12.25.51 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পহেলগাঁওয়ে জঙ্গি নাশকতায় মৃত ২৬ জন পর্যটককে শ্রদ্ধা জানিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন শক্ত রাখতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতাকে দোষ দিয়ে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে রবিবার পিংলা বিধানসভার অন্তর্গত মাদপুরে এক কর্মসূচির আয়োজন করা হয় বিধায়ক অজিত মাইতির নেতৃত্বে। 

অজিতবাবু বলেন, "পহেলগাঁওয়ে জঙ্গি নাশকতার দায় ঝেড়ে ফেলতে চাইছে বিজেপি। তার জন্য হিন্দু-মুসলমান সম্প্রীতি নষ্ট করতে চাইছে। কেন্দ্র সরকারের অবহেলার কারণে এতগুলো প্রাণ চলে গিয়েছে। ২ দিন আগে ওই এলাকা থেকে সিকিউরিটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কেন সরিয়ে নিয়ে যাওয়া হল, কেন সিকিউরিটি ওই এলাকায় থাকল না, আমরা এই প্রশ্নের জবাব চাই। আমরা চাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। দরকারে এক সমুদ্র রক্ত দিয়ে দেব কিন্তু সাম্প্রদায়িক cর বন্ধন এই বাংলায় কোনওমতেই ভাঙতে দেব না"।

Pahalgam attack: Chilling new video shows terrorist gunning down tourist  from point-blank range | India News – India TV