New Update
/anm-bengali/media/media_files/KsXKgFlwQmD7Mac67qZw.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: প্রায় আড়াই ঘন্টা পার। কিন্তু এখনও সেই বাড়ির থেকে বেরতে পারেননি অজিত মাইতি। এক ভাবে ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতেই আটকে রয়েছেন তৃণমূলের এক সময়ের দাপুটে নেতা।
এদিকে তাঁকে নিরাপত্তা দেওয়ার জন্যে বাইরে মোতায়েন রয়েছে পুলিশ। বেড়মজুরে এসে পৌঁছেছেন ডিআইজি বারাসাত, এসপি বারাসাত, এসপি বসিরহাট সহ বিশিষ্ট পুলিশ আধিকারিকরা। রয়েছে র্যাফ। কিন্তু এতোকিছুর পরেও নিরাপত্তাহীনতায় ভুগছেন তৃণমূল নেতা। তাঁর প্রশ্ন একটাই বাড়ি আদৌ ফিরতে পারবেন তো!
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us