/anm-bengali/media/media_files/fhgnvpmmqsFVAy3HEMl2.jpg)
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: জল বেড়েছে অজয়ে, ফাটল ধরেছে সেতুতে, তবুও বিপজ্জনক অবস্থাতেই পারাপার হচ্ছে ভারী ভারী ট্রাক। যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। নজর নেই প্রশাসনের।
ঝাড়খন্ডে লাগাতার বৃষ্টির ফলে ঝাড়খণ্ডের শিকাটিয়া জলাধার থেকে ছাড়া হচ্ছে জল। তার ফলে সোমবার রাত থেকে ক্রমশ বাড়ছে অজয়ের জলস্তর। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার শিবপুর থেকে বীরভূমের ইলামবাজারের জয়দেব যাওয়ার গুরুত্বপূর্ণ অজয় নদের অস্থায়ী সেতু এখন ভাঙার মুখে। জল ছুঁয়েছে অস্থায়ী মাটির সেতু। বিগত বছরগুলিতেও হড়পা বানে অজয়ের অস্থায়ী সেতু ভেঙে আটকে গিয়েছিল ভারী ট্রাক। আবার অস্থায়ী বাঁশের মাচা ভেঙেও তলিয়ে গিয়েছিল বাইক সমেত দুই যুবক। এবার ফের বেড়েছে অজয়ের জলের স্তর। কিন্তু কোনো নজরদারি নেই বীরভূম এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানার পুলিশের। পাশেই তৈরি হচ্ছে অজয়ের স্থায়ী সেতু। এখনও কাজ শেষ না হওয়ায় দুর্ভোগ বাড়ছে।
নিত্যদিন বীরভূমে যাতায়াতকারী স্কুল শিক্ষক আনন্দময় গড়াই বলেন, "অজয়ের স্থায়ী সেতুর কাজ এখনও শেষ হয়নি। তাই আমাদের দুর্ভোগ বাড়ছে। আবার অজয়ের জলের স্তর বাড়ায় অস্থায়ী সেতু ভাঙার মুখে। এই অবস্থায় যেভাবে ভারী ভারী ট্রাক যাতায়াত করছে তাতে যখন তখন অস্থায়ী সেতু ভেঙে প্রাণহানির ঘটনাও ঘটতে পারে"। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, "অতি দ্রুত কাজ শেষ হয়ে যাবে স্থায়ী সেতুর"।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us