আহমেদাবাদ-ভডোদরা এক্সপ্রেসওয়েতে উল্টে গেল কেমিক্যাল ট্যাংকার, তীব্র আতঙ্ক নডিয়াদে

আহমেদাবাদ-ভডোদরা এক্সপ্রেসওয়েতে নডিয়াদ এলাকায় উল্টে গেল কেমিক্যাল ট্যাংকার। ঘটনাস্থলে হাজির দমকল বাহিনী, চলছে উদ্ধার কাজ।

author-image
Debapriya Sarkar
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : আহমেদাবাদ-ভডোদরা এক্সপ্রেসওয়েতে আজ নডিয়াদ এলাকায় একটি কেমিক্যাল ট্যাংকার হঠাৎ উল্টে যায়। দুর্ঘটনার পর গোটা এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। রাস্তার ওপর ছড়িয়ে পড়ে রাসায়নিক পদার্থ, যার ফলে নিরাপত্তার স্বার্থে দ্রুত মোতায়েন করা হয় একাধিক দমকল ইঞ্জিন।

Accident

প্রাথমিকভাবে জানা গেছে, ঠিক কী কারণে ট্যাংকারটি উল্টে গেল তা স্পষ্ট নয়। তবে আশঙ্কাজনক কোনও বিস্ফোরণ বা আগুন লাগার ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে স্থানীয় প্রশাসন। রাসায়নিক ছড়িয়ে পড়ার সম্ভাবনাকে মাথায় রেখে ঘটনাস্থলে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বর্তমানে দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা কর্মীরা রাসায়নিক পদার্থ নিষ্কাশনের কাজ চালাচ্ছেন। ওই এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এই দুর্ঘটনা ঘিরে এলাকার মানুষজনের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। কেউ আহত হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।