পশ্চিমবঙ্গ: লোকসভা নির্বাচনের তৃতীয় দফার আগে চমক- বামেদের সমর্থনে অবশেষে পথে নামছে এই দল

অবশেষে জেলায় বামেদের হয়ে প্রচারে নামার বার্তা কংগ্রেসের।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
x

নিজস্ব প্রতিনিধি: বাম-কংগ্রেস জোটে নানা টালবাহানা ছিল পশ্চিম মেদিনীপুর জেলায়। ঘাটাল লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে পাপিয়া চক্রবর্তীর নামও ঘোষণা করে দেওয়া হয়েছিল কংগ্রেসের তরফে। যদিও পরবর্তীতে তা স্থগিত করে দেয় কংগ্রেস নেতৃত্ব। ওই নাম ঘোষণা নিয়ে বাম-কংগ্রেসের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল জেলায়। সেই সব মিটিয়ে ভোটের ২৪ দিন আগে কংগ্রেস ও বামফ্রন্ট একসঙ্গে বৈঠক করল মেদিনীপুরে। বুধবার মেদিনীপুর শহরে এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতৃত্ব ছাড়াও বামফ্রন্টের বিভিন্ন শরিক নেতারা। বৈঠক থেকে জানানো হয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থীদের সমর্থনে কংগ্রেস প্রচার করবে। বৈঠকে উপস্থিত ছিলেন, কংগ্রেসের জেলা সভাপতি সমীর রায়, সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ ছাড়াও অন্যান্য নেতৃত্বরা। সমীর বাবু বলেন, "পার্টির সিদ্ধান্ত অনুযায়ী এই জেলায় দুটি আসনে সিপিআই প্রার্থীদের সমর্থন করা হবে। আগামীদিন থেকে তার প্রচারও শুরু হয়ে যাবে। আমাদের লক্ষ্য আগে বিজেপিকে হটাতে হবে। যারা ধর্মের সুড়সুড়ি দিয়ে ভারতকে ভাঙতে চায়, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। এতে আমাদের জয় আসবেই।" এই জোটকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি। তাদের বক্তব্য, যেভাবেই জোট করুক, রাজ্যে একটা আসনেও জিততে পারবে না এই জোট।

Add 1

 . . .   . . . . . ..  . . . . . . . ..  ..  ..  ..  ..  . . ..  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ..  . . ..  ..  . ..  . . . . . . . . . . . . CPM | CPIM | CPI | Congress . . . . . . . . . . ..  ..  ..  . . . .. . .  . . . . ..  . .