New Update
/anm-bengali/media/media_files/GQXvwQ6BsGIuC7dclRpI.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভোট গণনার (Panchayat Vote) দিনেও জেলার পর জেলা থেকে উঠে আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। এদিকে অনুব্রত মণ্ডলহীন রয়েছে বীরভূম (Birbhum)। সেখানে কেমন ভোট হচ্ছে তা জানতে অনেকেই নিজেদের কৌতূহল ধরে রাখতে পারছেন না। বীরভূমেও বুথে বুথে শুরু হয়েছে ভোট গণনা। যদিও বীরভূম থেকেও উঠে এসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। ভোট গণনার দিন অশান্ত হয়ে উঠেছে বীরভূমের নানুর। সিপিএম, কংগ্রেস এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে কীর্ণাহারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বামেরা।
#WATCH | Birbhum: Counting of votes begins for West Bengal Panchayat polls.
— ANI (@ANI) July 11, 2023
(Visuals from a counting centre at Birbhum) pic.twitter.com/4UiHIcOVnd
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us