অনুব্রতহীন বীরভূমে ব্যাপক অশান্তি, জ্বলছে আগুন

পঞ্চায়েত ভোটের গণনাকে কেন্দ্র করে তপ্ত রাজ্য রাজনীতি। ভোট গণনার (Panchayat Vote) দিনেও জেলার পর জেলা থেকে উঠে আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। এদিকে অনুব্রত মণ্ডলহীন রয়েছে বীরভূম (Birbhum)। জানেন কী পরিস্থিতি?

author-image
SWETA MITRA
New Update
fire birbhum.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভোট গণনার (Panchayat Vote) দিনেও জেলার পর জেলা থেকে উঠে আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। এদিকে অনুব্রত মণ্ডলহীন রয়েছে বীরভূম (Birbhum)। সেখানে কেমন ভোট হচ্ছে তা জানতে অনেকেই নিজেদের কৌতূহল ধরে রাখতে পারছেন না। বীরভূমেও বুথে বুথে শুরু হয়েছে ভোট গণনা। যদিও বীরভূম থেকেও উঠে এসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। ভোট গণনার দিন অশান্ত হয়ে উঠেছে বীরভূমের নানুর। সিপিএম, কংগ্রেস এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে কীর্ণাহারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বামেরা।