বন্দুক উঁচিয়ে ভয় দেখাচ্ছে বিজেপির লোক! দাবি TMC-র

এবার পুলিশের সামনেই পড়ল মুহুর্মুহু বোমা, চলল পাথর ছোঁড়া। আজ শনিবার পঞ্চায়েত ভোটকে ঘিরে সরগরম জেলাগুলি। কখনও নর্দমায়, কোথাও আবার পুকুরের মধ্যে পড়ে রয়েছে ব্যালট বাক্স।

author-image
SWETA MITRA
New Update
bjp tmc nadia has.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার বিজেপির বিরুদ্ধে বিরাট অভিযোগ আনল রাজ্যের শাসক দল। আজ শনিবার পঞ্চায়েত ভোটের দিন (Panchayat Vote) টুইটারে একটি ভিডিও শেয়ার করে তৃণমূল। এই ভিডিওটি নদীয়ার হাঁসখালির।

tmc bjp.jpg

তৃণমূলের দাবি, ‘নদীয়া জেলার হাঁসখালি ব্লকের বগুলা-২ গ্রাম পঞ্চায়েতের ৫১ নম্বর বুথে বিজেপির দুষ্কৃতীরা অস্ত্র নিয়ে ভোটকেন্দ্রে ঢুকে স্থানীয়দের হুমকি দেয়। সিআরপিএফ মোতায়েন করে কী লাভটাই হল? বাংলার মানুষের উপর অত্যাচার চলতে থাকায়, এই ধরনের অত্যাচারীদের উৎখাত করার আমাদের সংকল্প আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে।‘