New Update
/anm-bengali/media/media_files/2025/05/28/FxRVVl9r47NqsnyB1FOB.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আগাম বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেচ দপ্তর এবং সবং ব্লকের সমস্ত আধিকারিকদের নিয়ে সবং ব্লকের সবং কলেজের অডিটোরিয়াম হলে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। এদিন কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, সবংয়ের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে তিনি বৈঠক করেন।
/anm-bengali/media/media_files/2025/05/28/IttcN79BsyI92LgqQs3h.jpeg)
সবংয়ে অল্প জল হলেই বন্যা হয়। গত বছরও সবংয়ে ভয়াবহ বন্যা হয়েছে। তাই বর্ষার আগে কী করণীয়, বন্যা ত্রাণ কেন্দ্রগুলির দিকে নজর রাখা, নৌকার ব্যবস্থা রাখা, প্রয়োজনীয় খাওয়ার মজুত রাখা সহ একাধিক নির্দেশ দেন সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us