New Update
নিজস্ব প্রতিনিধি, নারায়ণগড়: আজ নারায়ণগড় ব্লকের বাখরাবাদ তেরো নম্বর অঞ্চলে একাধিক এলাকায় প্রচার করেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তিনি খালিনা বাজারে হুড খোলা জিপে ভাষণ দেন।
/anm-bengali/media/media_files/IwxelXNIWZPJiQHChWDw.jpg)
বক্তব্য রাখার সময়ে নেত্রী বলেন, টিএমসির হার্মাদ বাহিনী সতর্ক হয়ে যান। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের থেকে অগ্নিমিত্রা পল জিতছে। আর জেতার পর আপনাদের যা ব্যবস্থা করার করতে হয় আমার সেটা জানা আছে'। বিজেপি কর্মীদের বলেন, 'আমি আছি, আগে আমার গায়ে হাত পড়বে। আগুন জ্বালিয়ে রেখে দেব। আমার কার্যকর্তাদের গায়ে হাত দিলে স্তব্ধ করে রেখে দেব নারায়ণগড়। কান খুলে শুনে নিন এখানে যারা তৃণমূলের নেতারা আছেন'।
/anm-bengali/media/media_files/LTTrv18RSSDA97CsWP2l.jpg)
/anm-bengali/media/post_attachments/397ddbb69ff75180805d9893043a2bff2c6976f49bfbe570a79a1b1f1c0949bd.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us