/anm-bengali/media/media_files/N7P7IBbsWBrsdXoGbgtF.jpg)
নিজস্ব সংবাদদাতাঃপশ্চিমবঙ্গে মহিলাদের ওপর অত্যাচারের বিষয় নিয়ে বরাবরই শোরগোল ফেলেছে বিজেপির নেতা এবং কর্মী-সমর্থকরা। এবার কোচবিহারে এক মহিলার ওপর নির্যাতনের বিষয় নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নিশানা করে চড়াও হলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
তিনি বলেছেন, “রাহুল গান্ধী, আপনি মণিপুর থেকে দিল্লি ফেরার পথে দয়া করে বাংলার কোচবিহারে আসুন, যেখানে কিছুদিন আগে বাংলার এক কন্যাকে নগ্ন করে ঘোরানো হয়েছিল। আমরা আপনাকে চোপড়াতেও নিয়ে যাব যেখানে বাংলার আরেক কন্যাকে প্রকাশ্যে চাবুক মারা হয়েছিল যা ক্যাঙ্গারু কোর্ট হওয়ার কথা ছিল।”
তিনি আরও বলেছেন, “সময় পেলে আমরা আপনাকে কামদুনি বা হাসখালিতেও নিয়ে যেতে পারি যেখানে বাংলার মেয়েদের গণধর্ষণ ও খুন করা হয়েছে এবং যারা আজ পর্যন্ত ন্যায়বিচার পায়নি।মণিপুর এখন অনেকটা শান্ত। বিপরীতে, বাংলা একটি সুপ্ত আগ্নেয়গিরি যেখানে প্রতিদিন আমরা গণপিটুনির একটি নতুন মর্মান্তিক ঘটনার জন্য জেগে উঠি। যেখানে পুলিশ এমন আচরণ করে যেন তাঁরা তৃণমূলেরক্যাডার। আমরা সবাই আপনার বাংলা ভ্রমণ সূচি জানার অপেক্ষায় রয়েছি।”
@RahulGandhi on your way back from Manipur to Delhi …please come and visit COOCHBIHAR in BENGAL where a Daughter of BENGAL was paraded naked a few days back.
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) July 8, 2024
We will also take you to CHOPRA where another Daughter of BENGAL was whipped publicly which was supposed to be a… pic.twitter.com/fsc9IrlR22