নিজস্ব সংবাদদাতাঃসংবাদদাতাঃ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আজ বিজেপি মহিলা বিধায়কের প্রতি আপত্তিকর মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ একটি সংবাদ মাধ্যমের লাইভ টিভি বিতর্ক অনুষ্ঠানে মহিলা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে ‘নির্লজ্জ’ এবং ‘বেহায়া’ বলে সম্বোধন করেছেন।
এই বিষয় নিয়ে মহিলা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল টুইট করেছেন, “তৃণমূল এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সম্মান কোর্টে জানেন না। তিনি বাংলার নারী, সন্দেশখালির মহিলাদের সম্মান করেন না। তাঁর কাছে সন্দেশখালির মহিলাদের অভিযোগকে ভুয়ো বলে মনে হয়। তিনি প্রকাশ্যে আজ আমাকে "বেহায়া,নির্লজ্জ" বলে গালিগালাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আপনাদের দলের মহিলাদের প্রতি সম্মান।”
/anm-bengali/media/media_files/sXr9Wav6B5LsbSa2xQsK.jpeg)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
বাংলায় নারীদের অসম্মান, আপত্তিকর ভাষায় সম্বোধন কুণালের! বিস্ফোরক অগ্নিমিত্রা
মহিলা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে আপত্তিকর ভাষায় সম্বোধন করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। এই বিষয় নিয়ে বিশেষ মন্তব্য করেছেন অগ্নিমিত্রা পাল।
নিজস্ব সংবাদদাতাঃসংবাদদাতাঃ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আজ বিজেপি মহিলা বিধায়কের প্রতি আপত্তিকর মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ একটি সংবাদ মাধ্যমের লাইভ টিভি বিতর্ক অনুষ্ঠানে মহিলা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে ‘নির্লজ্জ’ এবং ‘বেহায়া’ বলে সম্বোধন করেছেন।
এই বিষয় নিয়ে মহিলা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল টুইট করেছেন, “তৃণমূল এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সম্মান কোর্টে জানেন না। তিনি বাংলার নারী, সন্দেশখালির মহিলাদের সম্মান করেন না। তাঁর কাছে সন্দেশখালির মহিলাদের অভিযোগকে ভুয়ো বলে মনে হয়। তিনি প্রকাশ্যে আজ আমাকে "বেহায়া,নির্লজ্জ" বলে গালিগালাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আপনাদের দলের মহিলাদের প্রতি সম্মান।”