/anm-bengali/media/media_files/Pi1pFt6X9RlIPXwW5QG1.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: 'চোর-ডাকাতের দল চারিদিকে ঘুরে বেড়াচ্ছে', তৃণমূল প্রসঙ্গে এভাবেই বিস্ফোরক মন্তব্য করলেন অগ্নিমিত্রা পল।
/anm-bengali/media/media_files/A97QkhcQE4OL58dgIexn.jpeg)
'স্ট্রংরুমে ঢুকে যে ইভিএমগুলো রাখা হয়েছে, আই প্যাকের সাহায্যে তৃণমূল যেগুলো টেম্পার করছে বা সিসিটিভি সরাচ্ছে সেগুলো আরো ভালো করে নজর রাখতে হবে। খড়্গপুরের কেন্দ্র বিদ্যালয় যেখানে আমাদের যে ইভিএম রাখা রয়েছে, সেখানে ভারতীয় কার্যকর্তারা যারা রয়েছেন আপনারা যখনই সময় পাবেন সেখানে যান এবং পাহারা দিন'। মঙ্গলবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল তার ফেসবুক লাইভে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন দলের কর্মীদের উদ্দেশ্যে। পাশাপাশি তিনি জানিয়েছেন, 'কিছু কিছু পুলিশ অফিসার সিভিল ড্রেসে এখন স্ট্রং রুমে ঢুকছে, এগুলো সবটাই লক্ষ্য রাখতে হবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের। মেদিনীপুরের মানুষের সিদ্ধান্ত যাই হোক না কেনো তা যেন সঠিক হয়। সেটাই আমরা মাথা পেতে নেব। তবে কোনোভাবে চুরি ডাকাতি করে ইভিএম পরিবর্তন করতে দেব না'।
/anm-bengali/media/post_attachments/d6bb80744cca77edaaeb6e221b9c3460412c807b530d4972270b8328aa570662.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us