সরকার মেডিকেল রিপোর্ট লুকাচ্ছে,এরপর ধর্ষণ হয়েছে কিনা সেটাও লুকিয়ে ফেলবে ! দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে গর্জে উঠলেন অগ্নিমিত্রা পাল

কি বললেন অগ্নিমিত্রা পাল ?

author-image
Debjit Biswas
New Update
agnimitra mamatakl.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রসঙ্গে এবার রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রথমেই তিনি অভিযোগ করেন যে,''ঘটনাটি কলেজের বাইরে ঘটেছে। কলেজের বাইরের রাস্তায় একটিও আলো লাগানো নেই। সিসিটিভি নেই। মাত্র ৫০০ মিটার দূরে বন-জঙ্গল রয়েছে। সব ধরনের অনৈতিক কার্যকলাপ সেখানেই হয়। এখানকার পুলিশ সব জানে। হোস্টেলে নিয়ম আছে যে রাত ১০টার পর আর বাইরে যাওয়া যাবে না, কিন্তু ওই নির্যাতিতা রাত ৮টার সময় বাইরে ছিলেন।''

এরপর রাজ্য সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন,''মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু লজ্জা থাকা উচিত। তাঁর সরকারের মনোভাব হল যেকোনও উপায়ে তথ্য ধামাচাপা দিতে হবে। এই ঘটনায় এখন সরকার মেডিকেল রিপোর্ট লুকাচ্ছে। এরপর ধর্ষণ হয়েছে কি না, সেটাও লুকিয়ে ফেলবে। এফআইআর (FIR)-এর ধারাগুলি দুর্বল করা হবে।''

mamata


এরপর এই অপরাধের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন,''এখন আমরা সবাই এক মাস ধরে চিৎকার করব। তারপর আমরা এই ধর্ষণের কথা ভুলে যাব কারণ এই এক মাসের মধ্যে আরও ২০টি ধর্ষণ হবে। ততদিনে পুলিশ দুর্বল ধারা চাপিয়ে সমস্ত অভিযুক্তদের ছেড়ে দেবে। এটাই হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা।''