Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/x12safptS876x5x17vrN.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ সকাল থেকেই দেশজুড়ে শুরু হয়েছে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। এই নির্বাচনের শুরুতেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে 'চোর চোর' স্লোগান ওঠে।
/anm-bengali/media/media_files/LTTrv18RSSDA97CsWP2l.jpg)
পরিস্থিতি উত্তপ্ত হলে নন্দীগ্রামের সেই ভোট বুথ থেকে চলে আসতে বাধ্য হন তিনি। গতকালই তিনি অভিযোগ করেছিলেন, "নন্দীগ্রামে ৪০০০ পুলিশ ঢুকে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে।"
/anm-bengali/media/media_files/IwxelXNIWZPJiQHChWDw.jpg)
এই একই অভিযোগ করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন যে, "নির্বাচন কমিশনে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। পুলিশ সাংঘাতিক রকমের নিকৃষ্টতম ব্যবহার করছে।"
/anm-bengali/media/post_attachments/afe06f18105f806e2994be4f50a1db535e6a9e1e336fe2b68dd2f691ff319fe6.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us