/anm-bengali/media/media_files/gZAFcyx8cHrzxYsYd5FA.jpg)
নিজস্ব সংবাদদাতা : ফের একবার দুর্গাপুর গণধর্ষণ কান্ড নিয়ে গর্জে উঠলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এবার পশ্চিমবঙ্গের সরকারকে তালিবানি শাসনের সাথে তুলনা করলেন তিনি। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মিথ্যাচারের পর্দাফাঁস করলেন তিনি। তিনি বলেন,''মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলছেন যে দুর্গাপুরের ওই নির্যাতিতা মেয়েটি রাত ১২টার সময় বাইরে গিয়েছিল। আমি বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়, দয়া করে মিথ্যা বলবেন না। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে সে তার খাবার আনতে সন্ধ্যা ৭টা ৫৮ মিনিট বা রাত ৮টার সময় বাইরে গিয়েছিল।"
এরপর তিনি বলেন,''আপনি কী মনে করেন ? রাত ১২টার পর মহিলাদের বাইরে যাওয়া উচিত নয় ? যে ডাক্তাররা হাসপাতালে নাইট ডিউটি করেন, তাঁদের বাইরে যাওয়া উচিত নয় ? যে নার্সরা আমাদের পরিষেবা দেন, তাঁদের বাইরে যাওয়া উচিত নয় ? আইটি সেক্টরের লোকেরা বাইরে গিয়ে তাঁদের দায়িত্ব পালন করবেন না ? পরিষেবা শিল্পের লোকেরা বাইরে যাবেন না ? এই ধরনের তালিবানি মানসিকতা অত্যন্ত লজ্জাজনক।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000069632.jpg)
এরপর ভোটের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন,''আসলে, আপনি সবসময় ধর্ষকদের সুরক্ষা দিয়েছেন এবং নির্যাতিতাদের দোষ দিয়েছেন। কারণ এই ধর্ষকরা হল টিএমসি (TMC) ক্যাডার, এবং আগামী ২০২৬ সালের নির্বাচনে আপনি এদেরকেই ভোট চুরি ও বুথ দখল করার জন্য ব্যবহার করবেন, যাতে বাংলার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এখন বাংলার মানুষও একথা বুঝেছেন। আমরা আপনার লক্ষ্মীর ভাণ্ডার চাই না। আমরা সম্মান চাই। তাই ২০২৬ সালে বাংলার নারীরা ভোট দেবেন এবং আপনাকে একটা শিক্ষা দেবেন। তাঁরা ইতিমধ্যেই ঠিক করে নিয়েছেন কাকে ভোট দেবেন।"
#WATCH | Paschim Bardhaman, West Bengal | On Durgapur gangrape case, BJP MLA Agnimitra Paul says, "We have a Taliban government in Afghanistan and we have Mamata Banerjee's government in West Bengal. Mamata Banerjee today is saying that this girl, the victim of the Durgapur… https://t.co/6aGsFXr9Oapic.twitter.com/xD4ufG5icp
— ANI (@ANI) October 12, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us