নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালি মামলায় একের পর এক নাটকীয় মোড়! প্রথমে তো গ্রামের মহিলাদের ভয়ঙ্কর অভিযোগ শেখ শাহজাহানদের বিরুদ্ধে, তারপর গ্রেফতার হওয়া তৃণমূল নেতা ও বিজেপি নেতা উভয়ের। আর এবার তাঁদের জামিন নিয়েও হয়ে গেল টানটান উত্তেজনায় ভরা নাটক।
সোমবারই সন্দেশখালি কাণ্ডে ধৃত সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দার ও বিজেপি নেতা বিকাশ সিং কে জামিন দেয় আদালত। কিন্তু জামিন পেয়ে কোর্ট থেকে বেরোতে না বেরোতেই, বিজেপি নেতা বিকাশ সিংকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে, ফের অন্য মামলায় গ্রেফতার করে পুলিশ। এরপর গ্রেফতার করা হয় সদ্য জামিন পাওয়া, সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারকেও।
যা জানা যাচ্ছে, তৃণমূল নেতা শিবু হাজরার পোলট্রি ফার্মে ভাঙচুরের ঘটনায় এক গ্রামবাসীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে এদিন জামিন পাওয়ার পরই বিজেপি নেতা বিকাশ সিংকে গ্রেফতার করা হয়। আজ তাঁদেরকে ফের আদালতে তোলা হবে। এমনই অন্য একটি মামলায় পুনরায় জেলের অন্দরে গেছেন তৃণমূল নেতা উত্তম সর্দার।