ফের সক্রিয় বর্ষা, ফিরে যেতে যেতেও ভাসিয়ে যাবে এই জেলাগুলোকে

সর্বত্রই তৈরি হতে পারে জলমগ্ন রাস্তা, যানজট এবং চাষের ক্ষতির আশঙ্কা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
delhi monsoon.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সপ্তাহের শুরুতেই সক্রিয় হয়ে উঠেছে বর্ষা। সোমবার রাত থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে টানা বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ছয় দিন জুড়েই রাজ্যে বজায় থাকবে বৃষ্টির দাপট। এর ফলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ – সর্বত্রই তৈরি হতে পারে জলমগ্ন রাস্তা, যানজট এবং চাষের ক্ষতির আশঙ্কা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের প্রায় সব জেলায় আগামী ছ’দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলের নদী ও পাহাড়ি এলাকায় প্লাবন ও ধসের পরিস্থিতিও তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Bengal flood situation

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। বুধবার বৃষ্টি হতে পারে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ জেলায়।

কলকাতায় প্রতিদিনই বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। ফলে জল জমে যানজটের সমস্যায় নাকাল হতে পারে শহরবাসী।