ফের নিম্নচাপের ফাঁড়া, এই ৯ জেলা ভাসবে মঙ্গলবার

একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা করা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cloudw1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আগামীকাল, মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা করা হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। উপকূলবর্তী অঞ্চল এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে।

মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও একই পরিস্থিতি বজায় থাকবে। বিশেষত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

wea.jpg

বৃহস্পতিবার বৃষ্টি চললেও শুক্রবার থেকে কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে।

উত্তরবঙ্গেও আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারেও দু-এক জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। যদিও বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে বলে অনুমান আবহাওয়াবিদদের।