আবার জঙ্গল থেকে লোকালয়ে হাতির দল

কোথায় ঢুকল এবার হাতিগুলি?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-19 at 2.56.36 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে এবার লোকালয়ে চলে আসছে হাতির দল। সোমবার রাত ১১ টা নাগাদ আবারও গড়বেতার জঙ্গলে প্রবেশ করল ৪ টি হাতির একটি দল। 

বনদফতর সূত্র জানা গিয়েছে, বাঁকুড়া থেকে হাতিগুলি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার গনগনি এলাকায় প্রথমে প্রবেশ করে। দীর্ঘক্ষণ তারা এলাকায় ঘোরাফেরা করে। বনদফতরে খবর দেওয়া হলেও বেশ কিছুক্ষণ পর এসে পৌঁছয় হুলা পার্টি। এলাকার উৎসাহী মানুষজন হাতিগুলিকে তাড়া করে গনগনি থেকে কলেজের দিকে নিয়ে যায়। কার্যত বেশ কিছুক্ষণ ধরে চলে হাতির তাণ্ডব। অবশেষে মঙ্গলবার ভোর ৪টে নাগাদ আবারও হাতিগুলিকে গড়বেতার জঙ্গলে ঢুকিয়ে দেন বনদফতরের আধিকারিকরা। খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে মাঝেমধ্যেই বেরিয়ে চলে আসছে বুনো হাতিগুলি, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। তবে বারবার লোকালয়ে হাতি চলে আসায় ক্ষতির সম্মুখীন হয় সাধারণ মানুষ। বনদফতরের উদাসীনতার ফলেই এই ধরনের ঘটনা বারবার ঘটে চলেছে। সকাল হতেই আবারও জঙ্গলের পাশে থাকা ধানের জমিতে ঘোরাফেরা করতে দেখা যায় হাতির দলকে। বারবার বনদফতরকে জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না। বনদফতর জানিয়েছে যে হাতিগুলির উপর নজরদারি রয়েছে। কোনওরকম সমস্যা সৃষ্টি হবে না।

WhatsApp Image 2025-08-19 at 11.46.58 AM