/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: সোমবার ভোরেই ফের চাঞ্চল্য। নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালাল ইডি। সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে মুক্ত হওয়া বড়ঞার বিধায়ককে কেন আবার তদন্তের আওতায় আনা হল, তা ঘিরে জোর জল্পনা।
সূত্রের খবর, এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরেই একযোগে পাঁচ জায়গায় তল্লাশি চালায় ইডি। সেই অভিযানের অঙ্গ হিসেবেই জীবনকৃষ্ণের মুর্শিদাবাদের বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। ইডির হঠাৎ উপস্থিতি টের পেয়ে বিধায়ক বাড়ির পিছনের দিকে সরে যান। তবে কোনও ‘নাটকীয়’ পরিস্থিতি তৈরি হওয়ার আগেই তাঁকে ঘরে টেনে আনেন ইডি আধিকারিকরা। উল্লেখ্য, ২০২৩ সালে সিবিআই তল্লাশির সময় নিজের দু’টি ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন তিনি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/zO45tQ3Ka7g2IaowKwd2.jpg)
শুধু জীবনকৃষ্ণ নন, এদিন তাঁর আত্মীয়দের বাড়িতেও তল্লাশি চালানো হয়। ইডি পৌঁছে যায় সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জীবনকৃষ্ণের পিসি মায়া সাহার বাড়িতে। এছাড়াও রঘুনাথগঞ্জে তাঁর শ্বশুরবাড়ি এবং বড়ঞার এক ব্যাঙ্ক কর্মীর বাড়িতেও চলে তল্লাশি অভিযান।
একই সঙ্গে পুরুলিয়ায় প্রসন্ন রায়ের শ্বশুরবাড়িতেও হানা দেয় আরেকটি ইডি টিম। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্ন রায়কেও অন্যতম ‘মিডলম্যান’ বলে মনে করছে তদন্তকারী সংস্থা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us