Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আবারও উঠল যৌন হেনস্থার অভিযোগ। ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরার অন্তর্গত ১২৯ নম্বর বুথের ঘটনা। লোধা সম্পদায়ের গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সূত্রের খবর ইতিমধ্যেই ওই জওয়ানকে আটক করে অস্ত্র কেড়ে নিল হাইকমান্ড।
/anm-bengali/media/media_files/bPcWrEwXQb6h1DkAPQK6.png)
ওই গৃহবধূর অভিযোগ, জল খাওয়ার নাম করে ওই গৃহবধূর বাড়িতে যায় ওই জওয়ান। তারপর জল খাওয়ার পর ওই গৃহবধূর বুকের মধ্যে জলের বোতল ভরে দেয়। তার পরেই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে যায়। পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ এসে জওয়ানকে আটক করে ওনাদের হাই কমান্ডের হাতে তুলে দেয়। তারপর ওই জওয়ানের কাছ থেকে সার্ভিসের অস্ত্র কেড়ে নেওয়া হয় বলে সূত্রের খবর। এই ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যান ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। ঘটনায় আতঙ্কিত ওই মহিলা।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us