ফলপ্রকাশের পেরিয়েছে ২ দিন, তবে আক্রান্তের পালা চলছে এখনও

চোরচিতা গ্রামের বিজেপি কর্মীদের ওপর অতর্কিতে আক্রমণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মীদের ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2023-07-14 at 09.39.10.jpg

ফাইল ছবি

নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের ২ দিন পরেও আক্রান্ত বিজেপি কর্মী। আর নিশানায় সেই তৃণমূল।

গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের চোরচিতা গ্রামের বিজেপি কর্মীদের ওপর অতর্কিতে আক্রমণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মীদের প্রথমে ভর্তি করা হয় তপসিয়া গ্রামীণ হাসপাতালে। পরে তাদের অবস্থার অবনতি ঘটায় তাদেরকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

যা জানা গিয়েছে, আক্রান্ত বিজেপি কর্মীদের নাম দীপঙ্কর বেরা, শুভঙ্কর বেরা। অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে সুবর্ণরেখা নদীর চোরচিতা ঘাট থেকে স্নান সেরে বাড়ি ফেরার পথে দীপঙ্কর বেরা ও শুভঙ্কর বেরার উপর হামলা চালায় তৃণমূলের একদল দুষ্কৃতী। ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি আহত বিজেপি কর্মীদের উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। তবে সেখানে অবস্থার অবনতি ঘটায় তাদের দু’জনকেই তড়িঘড়ি ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। দুজনেরই মাথায়, পায়ে গুরুতর চোট লেগেছে বলে জানা যাচ্ছে।