BJP: ধূপগুড়িতে টানটান লড়াই, ১৫৬৪ ভোটে এগিয়ে গেলেন শহীদের স্ত্রী

প্রথম রাউন্ডের ভোট গণনা শেষে অনেকটাই এগিয়ে গেল বিজেপি।

author-image
SWETA MITRA
08 Sep 2023
New Update
swqq.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ শুক্রবার ধূপগুড়িতে উপনির্বাচনে (Dhupguri By Election 2023) সকাল থেকেই চলছে টানটান লড়াই। চলছে ভোটগণনা। ধূপগুড়ি আসন কার দখলে যাবে, বিজেপি (BJP), তৃণমূল (TMC) নাকি বামেদের? উঠছে প্রশ্ন। এদিকে তৃণমূল প্রার্থীকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেল বিজেপির মনোনিত প্রার্থী তাপসী রায়। প্রথম রাউন্ড শেষে তাঁর প্রাপ্ত ভোট ৮৮৯২। অন্যদিকে তৃণমূল প্রার্থীর ঝুলিতে এখন প্রাপ্ত ভোট রয়েছে ৭৩২৮। অন্যদিকে বামেদের দখলে ১৩১০ ভোট।