'বিজেপিকে ঝেঁটিয়ে বিদায়,' হুঙ্কার অভিষেক ব্যানার্জির

আজ রবিবার ছুটির দিন ফলতায় গিয়ে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। পঞ্চায়েত ভোটের আবহে একদিকে যখন রাজনৈতিক পারদ চড়ছে তখন অভিষেকের মন্তব্য ঘিরে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।

author-image
SWETA MITRA
New Update
abhishek.jpg

নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূলে নব জোয়ার কর্মসূচি শেষ হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। এদিকে ফলতায় ডায়মন্ড হারবারের রিপোর্ট কার্ড পেশ করেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)। তিনি বলেন, 'বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় করে শুদ্ধিকরণ করবে বাংলার মানুষ। সবসময় মানুষের পাশে থাকে তৃণমূল। ২০২১ সালের থেকেও পঞ্চায়েত ভোটে বেশি আসন পাবে তৃণমূল। বিজেপির সঙ্গে ইডি, সিবিআই, টাকা সব আছে, কিন্তু তৃণমূলের সঙ্গে মানুষ আছে। যত কুৎসা করবে তত গর্তে ঢুকবে। তৃণমূল সবসময় পাশে থাকে তাই মানুষ সবসময়ে আমাদেরই চায়। বিজেপির আরও ভোটের ব্যবধান বাড়বে।'