/anm-bengali/media/media_files/3AGDsbhCAZLmW6xtjqIG.jpeg)
নিউজ ডেস্ক, পশ্চিম মেদিনীপুর:
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকে ট্রেনের চাকায় কাটা পড়ে মৃত্যু হল রথীন্দ্রনাথ রায় নামে এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর স্টেশনে। রেল পুলিশ সুত্রে জানা যায়, এদিন সকাল সাড়ে ৬ টা বেজে ৪০ মিনিট নাগাদ খড়গপুর-আসানসোল ট্রেনে রথীন্দ্রনাথ বাবু তার স্ত্রীকে ছাড়তে এসেছিলেন। সেই সময় ট্রেনে উঠে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় ট্রেনটি ছেড়ে দেয়। এরপরই তড়িঘড়ি চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকে ট্রেনের তলায় পড়ে যান রথীন্দ্রনাথ বাবু। ফলত ট্রেনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। প্রসঙ্গত, মৃত রথীন্দ্রনাথ রায় (আনুমানিক বয়স ৬০) সম্পর্কে খড়গপুর গ্রামীণ বিধানসভার বিধায়ক তথা এমকেডিএ-এর চেয়ারম্যান দীনেন রায়ের ভাই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক দীনেন রায়, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা সহ অন্যান্যরা। ঘটনার পরে রেল পুলিশের তরফে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া শহর জুড়ে।
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us