/anm-bengali/media/media_files/dwSA6m5j2Q4NUmJCLJyy.jpg)
নিজস্ব প্রতিনিধিঃ শনিবার ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুর থানার হরিরামপুর এলাকায়। জানা গিয়েছে, একটি ট্রাক মেদিনীপুর থেকে দাসপুরের দিকে আসছিল। আর ঠিক তখনই উল্টো দিক থেকে অর্থাৎ দাসপুর থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল একটি মোটর বাইক। সেই সময় দাসপুর থানার হরিরামপুর এলাকায় ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওই বাইক চালককে উদ্ধার করে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসার জন্য। ঘটনায় এলাকার মানুষজন দফায় দফায় বিক্ষোভ শুরু করেন। ঘটনার ব্যাপারে খবর যায় দাসপুর থানায়। তড়িঘড়ি সেখানে এসে উপস্থিত হয় দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিলেও গ্রামবাসীদের বিক্ষোভে পুলিশকে কিছুটা বেগ পেতে হয়েছিল। স্থানীয়দের দাবি, ওই রাস্তার ওপর স্পিড ব্রেকারের ব্যবস্থা করুক প্রশাসন। কারণ ওই রাজ্য সড়কের ওপর প্রতিনিয়তই ঘটছে ছোট, বড় দুর্ঘটনা। বেশ কিছুক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ ওঠে। স্বাভাবিক হয় যান চলাচল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us