Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/84TmNSfMqqMJl2IuuRMV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারো শনিবার ধসের ঘটনা ঘটলো খনি অঞ্চলে। এই দিন অন্ডাল থানার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত বহুলা বাদ্যকর পাড়ার পিছনে পরিত্যক্ত খোলামুখ খনির পাশেই ধসের ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়।
/anm-bengali/media/media_files/QO01eouqtrtJwRK2KY5X.jpg)
গতকাল খনি অঞ্চলে পর পর ধসের ঘটনা ঘটে। ইসিএল ম্যানেজমেন্ট এর উপর ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। পাশাপাশি বহুলা অঞ্চল তৃণমূল সভাপতি উত্তম মির্ধা জানান, বারবার ধসের আতঙ্ক পিছু ছাড়ছে না তাঁদের। গতকালের বৃষ্টিতে আজ ধসের ঘটনা সামনে এসেছে। একেবারে বাদ্যকর পাড়ার খুব কাছেই ধসের এই ঘটনা ঘটায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত তারা।
/anm-bengali/media/media_files/lzT9Y1XVA4e4kLufD7YP.jpg)
এলাকাবাসীর দাবী অবিলম্বে পুনর্বাসন দিতে হবে ইসিএল কর্তৃপক্ষকে।নয়তো আগামী দিনে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? এমনটাই প্রশ্ন তোলেন এলাকাবাসী। যদিও এই ব্যাপারে ইসিএলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us