New Update
/anm-bengali/media/media_files/OcbwlFtLC7d55eJzUQaN.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ ঘটনার পরে পেরিয়ে গিয়েছে দেড় দিন। কিন্তু এখনও পর্যন্ত কার্যত অধরাই থাকল তৃণমূল নেতার হত্যাকারীরা। গত কাল ভোরে তৃণমূল নেতার হত্যার অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজে 'খুনের' আগের মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। তবুও পুলিশের হস্তক্ষেপে কমতি নিয়ে উঠছে প্রশ্ন।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
আপাতত যে এক জনকে ধরা গিয়েছে, সেই সাহারুল শেখের দাবি, সে গুলি চালায়নি। সাইফুদ্দিন বলে কেউ গুলি চালিয়েছিল। গোটা ঘটনায় ৩টে মামলা রুজু করেছে পুলিশ।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us