পার দেড় দিন, এখনও অধরা ৩ দুষ্কৃতী, কেন নেওয়া হচ্ছেনা পুলিশি পদক্ষেপ ?

দলুয়াখাকি গ্রামে গত দিনে তাণ্ডবের পর ঘরছাড়াদেরই গ্রামে ফিরতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে কার্যত ফুঁসছে দলুয়াখাকি।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
gf

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ঘটনার পরে পেরিয়ে গিয়েছে দেড় দিন। কিন্তু এখনও পর্যন্ত কার্যত অধরাই থাকল তৃণমূল নেতার হত্যাকারীরা। গত কাল ভোরে তৃণমূল নেতার হত্যার অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজে 'খুনের' আগের মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। তবুও পুলিশের হস্তক্ষেপে কমতি নিয়ে উঠছে প্রশ্ন।  

hiren

আপাতত যে এক জনকে ধরা গিয়েছে, সেই সাহারুল শেখের দাবি, সে গুলি চালায়নি। সাইফুদ্দিন বলে কেউ গুলি চালিয়েছিল। গোটা ঘটনায় ৩টে মামলা রুজু করেছে পুলিশ। 

hiring.jpg