প্রথমে এগরা এবার বজবজ! NIA তদন্তে গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী

এগরায় ভয়ানক বিস্ফোরণ ঘটার পর মাত্র কয়েক দিনের মধ্যেই আবার বজবজে বিস্ফোরণ ঘটল। ক্ষুব্ধ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশেষ দাবি করলেন তিনি।

author-image
Anusmita Bhattacharya
22 May 2023 | আপডেট করা হয়েছে 23 May 2023
প্রথমে এগরা এবার বজবজ! NIA তদন্তে গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা : এগরার পর বজবজ। ফের বাজি কাড়ল প্রাণ। এগরার পর এবার বজবজ বিস্ফোরণকাণ্ডেও NIA তদন্তের দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, এগরার খাদিকুল গ্রামে পোড়া মাংসের গন্ধ এখনও বাতাসে ভাসছে, আহতদের অবস্থা সঙ্কটজনক। সেই রেশ কাটিয়ে উঠতে না উঠতেই বজবজের নন্দরামপুরের দাসপাড়া গ্রামে আরও একটা বিস্ফোরণ ঘটল। এক্ষেত্রেও তিনি NIA তদন্ত চাইছেন। মুখ্যমন্ত্রী মমতাকে তাঁর প্রশ্ন, 'আপনি ঘুম থেকে উঠে পোড়া লাশের গন্ধ পাচ্ছেন?'