২০১৩ সালের পর ২০২৩-এও পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী

আজ বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টে ধাক্কা খেল নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিল হাইকোর্ট।

author-image
SWETA MITRA
New Update
central.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের (Panchayat Vote 2023) দিনক্ষণ ঘোষণা হয়েছে। রাজ্যে আগামী ৮ জুলাই পঞ্চায়েত ভোট। এদিকে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর উঠে আসছে। এহেন অবস্থায় এবার বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, সব জেলাতেই কেন্দ্রীয় বাহিনীকে (Central Forces)  দিয়েই ভোট করাতে হবে। তবে শুধু এই বছরই নয়, গত ২০১৩ সালেও কেন্দ্রীয় বাহিনীকে দিয়েই এই রাজ্যে পঞ্চায়েত ভোট করানো হয়েছিল। সম্প্রতি বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছিলেন যে, ২০১৩ সালে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণভাবে হয়েছিল। তবে ২০১৮ সালে পঞ্চায়েত ভোটে কেন্দ্র বাহিনীর নজরদারি না থাকায় নির্বাচন শান্তিপূর্ণভাবে মোটেই হয়নি। সেই সময়ে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর মিলেছিল। এমনকি বিরোধীরা নাকি সেইসময়ে সুষ্ঠুভাবে মনোনয়নও পেশ করতে পারেনি।