২১ বছর বয়সে ইংলিশ চ্যানেল জয় করলো আফরিন

২১ বছর বয়সে অসাধ্য সাধন করলো পশ্চিম মেদিনীপুরের আফরিন।

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা - সবে স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে প্রবেশ করেছে আফরিন। মাত্র ২১ বছর বয়সেই ঐতিহাসিক সাফল্য অর্জন করলো আফরিন। মেদিনীপুর শহরের দেওয়ান নগর এলাকার বাসিন্দা আফরিন। বর্তমানে মেদিনীপুর কলেজের সমাজ বিজ্ঞানের ছাত্রী। সাঁতারু হিসেবে তার ঝুলিতে রয়েছে একাধিক সাফল্য। লন্ডনের ইংলিশ চ্যানেল কে পাখির চোখ করে দীর্ঘদিন ধরেই অনুশীলন করছিল আফরিন। অবশেষে এলো সাফল্য! জানা গিয়েছে, মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৭ টা ৪৫ মিনিটে ইংল্যান্ডের ডোভার থেকে যাত্রা শুরু করে আফরিন। ডোভার থেকে উত্তর ফ্রান্সের ক্যাপ-গ্রীস-নেজ পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার পথ সাঁতরে অতিক্রম করতে তার সময় লেগেছে প্রায় ১৩ ঘন্টা ৪৫ মিনিট।

sujoy hazra

উল্লেখ্য, গত ৯ জুলাই ইউরোপ পাড়ি দেয় আফরিন, সোমবার হেলথ চেকআপ করা হয় আফরিনের। এরপর মঙ্গলবারই আটলান্টিক মহাসাগরের মাত্র ১১ ডিগ্রি কনকনে ঠান্ডা জলে সাঁতার শুরু করে সে। লক্ষ্যে পৌঁছানোর পর আফরিন খানিক অসুস্থ হয়ে গেলেও বোটে থাকা চিকিৎসকেরা তার দেখভাল শুরু করেছে। আফরিনকে শুভেচ্ছা জানিয়েছে মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। জয়ের সাফল্যের খবর আসতেই খুশির মহল তৈরি হয়েছে পরিবার-পরিজনদের মধ্যে।