নেপথ্যে কী SIR ? অসুস্থ পিংলার AERO

কেন অসুস্থ হলেন পিংলার AERO ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
blo a

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের যুব কল্যান দপ্তরের অফিসার বিবেকানন্দ পাল গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন।বর্তমানে তিনি পিংলা ব্লকের এস আই আর নিয়ে AERO পদে নিযুক্ত। দিন ২০ আগে পথ দূর্ঘটনার কবলে পড়েন বিবেকানন্দ পাল।তারপর তিনি পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুরের বাড়ীতেই রেস্টে ছিলেন।তারপর পুনরায় অফিসে কয়েকদিন কাজে এসেছিলেন। আজ হঠাৎ করেই পিংলা ব্লক থেকে জয়েন্ট বিডিও ওনাকে ফোন করতেই বাড়ীর লোক বলেন উনি অসুস্থ। কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। প্রাথমে তমলুক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

blood donation

পিংলা ব্লকের AERO মানে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।ওনার নীচে ৩ জন সুপার ভাইজার কাজ করছেন এস আই আর নিয়ে৷ অর্থাৎ ৩০-৩৫ জন BLO ওনার অধীন কাজ করছেন।দূর্ঘটনার পর ঠিক ভাবে কাজ করতে না পারাতেই কী তাহলে উনি অসুস্থ হলেন!তা নিয়েও উঠছে প্রশ্ন।বাড়ির লোকের কাছে থেকে জানা উনি বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন।