পাকিস্তানকে ‘সংস্কৃতি’ নিয়ে তোপ আদনান সামির

কী লিখছেন জনপ্রিয় সংগীত শিল্পী?

author-image
Jaita Chowdhury
New Update
পাকিস্তানের সোয়াত উপত্যকায় নিহত ৯, আহত ১০০

নিজস্ব সংবাদদাতা: পহেলগাম হামলা নিয়ে সরব আদনান সামি। পাকিস্তানের সংস্কৃতি নিয়ে তোপ দাগলেন সঙ্গীতশিল্পীর। আদনানের দাবি, পাকিস্তান তার সংস্কৃতি পেয়েছে ভারত, আফগানিস্তান, পারস্য, আরব ও ব্রিটিশদের থেকে। তিনি লিখেছেন, ‘এখান থেকে কোন সংস্কৃতি শেখায় যে নিরীহ মানুষের ধর্মীয় পরিচয় জেনে তাঁকে খুন করতে হবে...মানবতা নিয়ে আর কথা বলা উচিত নয়।’

pakistan foreign minister