একদিকে বন্যার জন্য আগাম প্রশাসনিক বৈঠক, অন্যদিকে নৌকা ও ডিঙি মেরামতে ব্যস্ত ঘাটালবাসী

এবার যাতে বন্যায় কষ্ট না হয় তারই আগাম প্রস্তুতি চলছে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-05-22 at 4.04.02 PM

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: সামনেই বর্ষাকাল। প্রতি বছর খবরের শিরোনামে উঠে আসে ঘাটালের বন্যা। শিলাবতী নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। জলে ডুবে যায় রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়িসহ বিঘের পর বিঘে কৃষিজমি। বন্যায় সমস্যায় পড়ে ঘাটালের লক্ষাধিক মানুষ। বন্যা নিয়ে জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে আজ ঘাটালে বৈঠক করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরী। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, মহকুমা পুলিশ আধিকারিক অনিমেষ সিংহ রায়, মহকুমার তিনটি ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি, পৌরসভার চেয়ারম্যান সহ প্রশাসনের আধিকারিকরা। বন্যা পরিস্থিতির আগে এবং বন্যা পরিস্থিতির সময় কি কি করণীয় তা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সাথে আলোচনা করেন জেলাশাসক। 

অন্যদিকে বর্ষার আগে নৌকা ও ডিঙি সারাইয়ে ব্যস্ত ঘাটালবাসী। ঘাটালের বন্যা মানেই যোগাযোগ ও যাতায়াতের একমাত্র মাধ্যম হয়ে ওঠে ডিঙি ও নৌকা। তাই বর্ষা শুরুর আগেই সেগুলিকে ঝালিয়ে মেরামত করে তৈরি করে রাখার কাজ চলছে জোরকদমে।

dingi

digad