আসছেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক তৎপরতা তুঙ্গে

শালবনীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। শুক্রবার বেলা ১টা নাগাদ সেই অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারের মহড়া অনুষ্ঠিত হল।

author-image
Pallabi Sanyal
26 May 2023
আসছেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক তৎপরতা তুঙ্গে

দিগ্বিজয় মাহালী, শালবনী: আগামীকাল অর্থাৎ শনিবার তৃণমূলের নবজোয়ার কর্মসূচির অধিবেশন অনুষ্ঠিত হবে শালবনীর স্টেডিয়াম সংলগ্ন মাঠে। সেখানে সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  দুপুরে তাঁর হেলিকপ্টার অবতরণ করতে পারে শালবনীর কমলা ফুটবল মাঠে। ইতিমধ্যেই তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। শুক্রবার বেলা ১টা নাগাদ সেই অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারের মহড়া অনুষ্ঠিত হল। একই সাথে শালবনির কমলাতে এই অস্থায়ী হেলিপ্যাড এবং শালবনীর নেতাজি সুভাষ চন্দ্র বোস স্টেডিয়াম ময়দান পরিদর্শন করলেন IG ও DIG সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।