/anm-bengali/media/media_files/7KzaY5H3FdLlZF58vUCl.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। এবার নজরে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্ত্বর। সরকারি জায়গায় থাকা দোকানঘরসহ অবৈধ দখলদারি উচ্ছেদে নামল প্রশাসন। ময়দানে ফিতে হাতে বি এল আর ও আধিকারিক এবং হাসপাতাল সুপার। বেঁধে দেওয়া হল সময়সীমা।
আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের সরকারি জায়গায় গজিয়ে ওঠা দোকান, অস্থায়ী ঘর উচ্ছেদে নামল প্রশাসন। ডেবরা বি এল আর ও আধিকারিক এবং ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারসহ সমস্ত আধিকারিক আজ সারাদিন ধরে হাসপাতালের সরকারি জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু করল। হাসপাতালের জায়গায় বহু অস্থায়ী দোকান রয়েছে, অনেকে গুমটি করে বসেছে, কেউ আবার বেড়া দিয়ে ঘিরে রেখেছে। সেই সমস্ত জায়গা এবার দখল নেওয়ার পথে প্রশাসন। ইতিমধ্যে দোকানদারদের জানিয়ে দেওয়া হয়েছে। মাইকিং করে প্রত্যেককে নোটিস দেওয়া হবে বলে জানানো হয়। সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর, পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সেখ সাবির আলিসহ অনান্যরা।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us