‘কংগ্রেস, বাম, তৃণমূল বাংলাকে ধ্বংস করেছে’! অকপট মোদী

পশ্চিমবঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। হাওড়াতে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে বিরোধী দলদের নিশানা করে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Probha Rani Das
New Update
znmmcq14.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের হাওড়ায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “কংগ্রেসের দুর্নীতি, কংগ্রেসের স্বজনপোষণ, কংগ্রেসের তোষণ এবং দ্বিতীয়ত বামপন্থীদের অত্যাচার ও নৈরাজ্যএই সমস্ত কুফলকে একত্রিত করলে তবেই তৃণমূল কংগ্রেস গঠিত হয়। কংগ্রেস, বাম, তৃণমূল কীভাবে বাংলাকে ধ্বংস করেছে, তা আমাদের হাওড়া সাক্ষী।” 

znmmcq13.jpg

Add 1