New Update
/anm-bengali/media/media_files/Jff7vsVH4I2kkYfc1fyc.jpg)
নিজস্ব সংবাদদাতা, দাসপুরঃ দাসপুর এক নম্বর ব্লকের রবিদাসপুর পশ্চিম বীণাপাণি তরুণ সংঘের পরিচালনায় ৩০ তম সর্বজনীন লক্ষ্মীপুজো ও নবান্ন উৎসবে শুভ সূচনা করলেন খড়্গপুর বিধানসভার বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরন চট্টোপাধ্যায়। পুজো কমিটির সম্পাদক গৌতম কোটাল জানান আজ ১৪ জনুয়ারি রবিবার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পুজোর শুভ উদ্বোধন করেন খ্যাতনামা অভিনেতা হিরন চট্টোপাধ্যায়।
/anm-bengali/media/media_files/XC5gwTh4wQfPH4Nqg7dT.jpg)
পুজো উপলক্ষে অষ্টপ্রহর নাম যজ্ঞ ও প্রসাদ বিতরণের অনুষ্ঠান চলবে আগামী ৭দিন। সেই সাথে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে বাড়ি বাড়ি আমন্ত্রণপত্র বিতরণ অভিনেতা হিরন চট্টোপাধ্যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us