/anm-bengali/media/media_files/Qzk0GOX8gbDiXyNYzVUf.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করল পুলিশ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার ১ নং কুসুমদা অঞ্চলের মল্লারপুর এলাকায়। এই ঘটনার বিষয়ে ইতিমধ্যে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোহেল বেলাল (২২) নামে এক যুবককে আটক করেছে পিংলা থানার পুলিশ।
/anm-bengali/media/post_attachments/f908cd0d0bb4cc571fa64359211ef48eb1ec90467b54d946b0b04e9fc2f77ba7.jpg?VersionId=VjWBgzYYQSstVQrLrH4NeDXUAkYUysMJ&size=690:388)
পরিবারের অভিযোগ, আজ অর্থাৎ রবিবার সকালে ওই নাবালিকা বাথরুমে যায়। সেই সময় প্রতিবেশী যুবক সোহেল বেলাল হঠাৎই বাথরুমে ঢুকে পড়ে। তারপর ওই নাবালিকাকে ইনস্টাগ্রামে তার ছবি আছে বলে উত্ত্যক্ত করতে শুরু করে। শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে। তখনই ভয়ে ওই নাবালিকা চিৎকার চেঁচামেচি শুরু করে। বাথরুম থেকে বেরিয়ে এসে কান্নাকাটি শুরু করে, তারপর মাকে সব কথা খুলে বলে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2022/02/10.jpg)
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় বাসিন্দারা। এরপর ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে পিংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত ওই যুবককে আটক করেছে। নির্যাতিতা নাবালিকার হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us