গরু পাচার মামলা: জামিন! পদক্ষেপ নেবে না CBI

গরু পাচারকাণ্ডে এনামুলের পরই রয়েছে আব্দুল লতিফের নাম। বীরভূমের ইলামবাজারে আব্দুলের বিলাসবহুল অফিস থেকে গরু পাচারের কাজ কারবার চলত বলে অভিযোগ।

New Update
latif

নিজস্ব সংবাদদাতা: অন্তর্বর্তিকালীন জামিনের মেয়াদ বাড়ানো হল গরু পাচার কাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফের। শনিবার লতিফের আইনজীবী শেখর কুণ্ডু ৪ দিনের পরিবর্তে ৭ দিনে একবার করে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আবেদন করেছিলেন। আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী বলেন যে উনি যে জামিনে আছেন এটাই যথেষ্ট। স্বস্তিতে আছেন। 

এই নিয়ে তৃতীয়বার আদালতে হাজিরা দিলেন গরু পাচার কাণ্ডে অভিযুক্ত লতিফ। ৪ দিন অন্তর তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকায় লতিফের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেবে না সিবিআই।