হরিণের মাংস ও চামড়া পাচারের অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত

চলছে তদন্ত।

author-image
Adrita
New Update
ে

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ চব্বিশ পরগনাঃ হরিণের মাংস ও চামড়া পাচারের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। অভিযুক্ত ওই ব্যক্তির নাম স্বপন দাস বাড়ি পাথরপ্রতিমা থানার বরদা পুর এলাকায়। পাথরপ্রতিমা ফরেস্ট রেঞ্জ অফিসার গোপন সূত্রে খবর পায় অভিযুক্ত ওই ব্যক্তি হরিণ মেরে তার মাংস ও চামড়া পাচার করছে এরপরেই অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে পাথরপ্রতিমা ফরেস্ট রেঞ্জ অফিসার। অভিযুক্তের কাছ থেকে ২৭ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে পুলিশ।

সূত্র মারফত জানা গিয়েছে যে, অভিযুক্তকে বৃহস্পতিবার দিন কাকদ্বীপ আদালতে পেশ করেছে পাথরপ্রতিমা ফরেঞ্চরেঞ্জ বন বিভাগ। তবে তৃতীয় ব্যক্তির দাবি উঠে হরিণের মাংস নয় শুয়োরের মাংস। হরিণের চামড়ার কথাটা স্বীকার করেছে তিনি বলেন যে আদিবাসীদের কাছ থেকে নিয়েছে। আরও জানা গিয়েছে যে, বৃহস্পতিবার দিন কাকদ্বীপ আদালতে তোলা হলে আদালত ওই ব্যক্তিকে ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন আদালত।