জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা! প্রাণ হারাল পথচারী

কি করে ঘটল এই ঘটনা?

author-image
Anusmita Bhattacharya
New Update
Accident

হরি ঘোষ, কাঁকসা: ১৯ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। কাঁকসার রাজবাঁধ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্গাপুরের দিক থেকে আসা একটি মোটরসাইকেল পানাগড়ের দিকে যাচ্ছিল। সেই সময় কাঁকসার বাঁদরা এলাকার এক ব্যক্তি পায়ে হেঁটে ১৯ নম্বর জাতীয় সড়ক পার হতে গিয়ে বাইকে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী। তাঁকে স্থানীয় একটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছু সময়ের জন্য ১৯ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।

Screenshot 2025-09-17 180739