নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষ। আশঙ্কাজনক অবস্থা ২ বাইক আরোহীর। আহতদের ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকের ড্রাইভার পলাতক বলে জানা গেছে।
জানা যায় যে ঝাড়গ্রাম থেকে কাজ সেরে পুকুরিয়ায় বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে ২ বাইক আরোহী। দুর্ঘটনার পরই ঝাড়গ্রামের দুবরাজপুর এলাকায় উত্তেজনা ছড়ায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ঝাড়গ্রাম থানার পুলিশ।