/anm-bengali/media/media_files/1000069162.jpg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর শহর থেকে যাত্রী নিয়ে দ্রুত গতিতে খাতরার উদ্দেশ্যে যাচ্ছিল একটি বেসরকারি বাস। ভাদুতলা থেকে লালগড়গামী জঙ্গলের রাস্তায় প্রচন্ড গতিতেই ওই বাসটি ছুটছিল বলে যাত্রীরা জানিয়েছেন। ভাদুতলা থেকে এগিয়ে চিংড়িশোল এলাকায় পৌঁছলে ঘটে দুর্ঘটনা। রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয়। বাস যাত্রীদের ২০ জনকে গুরুতর ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ ওই ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। পৌঁছয় শালবনী থানার পুলিশ। বাস যাত্রীরা জানাচ্ছেন যে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি মেদিনীপুর থেকে ভাদুতলা হয়ে লালগড়ের দিকে যাচ্ছিল। লক্ষ্য ছিল বাঁকুড়ার খাতড়া এলাকা। ঝিরঝিরে বৃষ্টির মুহূর্তে দ্রুত গতিতে ওই বেসরকারি বাসটি যাচ্ছিল। গতির কারণে চিংড়িশোল এলাকায় উল্টো দিক থেকে আসা একটি লরির সামনে নিয়ন্ত্রণ হারায়। প্রচন্ড গতিতে গিয়ে মুখোমুখি ধাক্কা লাগে লরির সাথে। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা অনেক আঘাত পান। সেখানেই ছিল পুলিশের একটি নাকা চেকিং পয়েন্ট। পুলিশ সহ স্থানীয়রা দ্রুত সেখানে ছুটে এসে বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করেন। বিভিন্ন গাড়িতে করে তাদের চিকিৎসার জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। রাস্তা থেকে লরি ও বাসটিকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। ঘটনায় বেসরকারি বাসের বেপরোয়া গতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। খবর পেয়ে মেদিনীপুর হাসপাতালে পৌঁছন বিধায়ক সুজয় হাজরা। আহতদের চিকিৎসার ব্যাপারেও খোঁজ খবর নেন। তিনি বলেছেন, "ওখানে পুলিশের একটি নাকা পয়েন্ট রয়েছে যার ব্যারিকেড লরি এবং বাস উভয়ই উপেক্ষা করে পেরিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্রুত গতিতে থাকা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। অপরদিকে থাকা বাসটি গিয়ে লরিকে ধাক্কা মারে। ২০ জন আহত হয়েছেন। তার মধ্যে ২ জনের অবস্থা গুরুতর"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/07/diguad-2025-10-07-20-06-04.jpg)
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/09/whatsapp-image-2025-10-09-2025-10-09-18-20-14.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us