আগামী সপ্তাহে হুগলিতে নবজোয়ার! একনজরে অভিষেকের সফর সূচি

৫ জুন থেকে ৭ জুন পর্যন্ত হুগলিতে ঠাসা কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগে জেলাজুড়ে চলছে প্রস্তুতি বৈঠক।

author-image
Pallabi Sanyal
New Update
া

নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরে রয়েছে তৃণমূলের নবজোয়ার যাত্রা।  হাওড়া হয়ে আগামী সপ্তাহে হুগলিতে প্রবেশ করতে চলেছে। দলীয় সূত্রে খবর, ৫ জুন থেকে ৭ জুন পর্যন্ত হুগলিতে  ঠাসা কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগে জেলাজুড়ে চলছে প্রস্তুতি বৈঠক।   ৫ জুন সোমবার পরিবহনমন্ত্রীর এলাকা তথা জাঙ্গিপাড়া দিয়ে সফরসূচি শুরু করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারপর ফুরফুরাশরিফ হয়ে শিয়াখালা, মশাট, চন্ডীতলা, বড়া, হয়ে যাবেন সিঙ্গুরে। সেখানে একটি সভা করার কথা রয়েছে তার। ৬ জুন মঙ্গলবার তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মসূচি শুরু করবেন অভিষেক।সেখান থেকে যাবেন খানাকুলে। যাবেন গোঘাট ও আরামবাগেও। এরপর ৭ জুন ধনেখালি থেকে পোলবা দাদপুরে কর্মসূচি রয়েছে তৃণমূল সাংসদের। রোড শো করে পান্ডুয়ায় যাবেন তিনি। সেখানে রয়েছে একটি সভা। সব শেষে যাবেন বলাগড়ে।  হুগলিতেও পদ্মের জমিতে জোড়াফুল ফোটাতে মরিয়া রাজ্যের শাসক দল। বলাগড় দিয়েই শুরু হয়েছিল নিয়োগ দুর্নীতির গ্রেফতার। নাম জড়িয়েছিল তৃণমূল নেতাদের। সেই স্থানে দাঁড়িয়ে অভিষেক কী বার্তা দেন তার অপেক্ষায় বিরোধীরা।