অশান্তিতে না জড়ানোর বার্তা অভিষেকের

দিকে দিকে অশান্তি। একের পর এক ঘটনায় নাম জড়াচ্ছে শাসক শিবিরের। এমতাবস্থায় কড়া বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
১২

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : শনিবার কল্যাণীতে প্রবেশ করেছে তৃণমূলের নবজোয়ার যাত্রা। এদিকে, রাজ্য জুড়ে অব্যাহত অশান্তি। পঞ্চায়েত ভোটের দিন যত এগিয়ে আসছে ততোই বাড়ছে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা। এদিন নবজোয়ার যাত্রা শুরুর আগে  কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তার বার্তা, ''মনোনয়ন ঘিরে অশান্তিতে জড়াবেন না।'' অভিষেক এও বলেন যে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। কেউ মনোনয়ন জমা করতে না পারলে তৃণমূল কংগ্রেস তার মনোনয়নের ব্যবস্থা করে দেবে।

প্রসঙ্গত, জায়গায় জায়গায় বিরোধীদের মনোনয়নে বাধা দান থেকে গোষ্ঠী দ্বন্দ্ব, সবেতেই নাম জড়িয়েছে রাজ্যের শাসকদলের। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ নতুন পরিকল্পনাকে কর্মসূচি স্বরূপ বাস্তবায়িত করেছে  তৃণমূল। প্রার্থী মনোনয়নের জন্য দলের তরফে আয়োজিত হয় ব্যালটে ভোট দানও। সেই ভোট গ্রহণেও ধরা পড়ে অশান্তির ছবি। এবার পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই সন্ত্রাসের আবহাওয়া তৈরি হয়েছে। এর শেষ কোথায়, উঠছে প্রশ্ন। এদিকে দলের তরফে কাউকে অশান্তিতে না জড়ানোর বার্তা দেওয়া হলেও ডোমকলে তৃণমূল অঞ্চল সভাপতির কোমড়ে আগ্নেয়াস্ত্র গুঁজে মনোনয়ন পর্বে সামিল হওয়া নিয়েও সুর চড়িয়েছে বিরোধীরা। কার্যত এই ঘটনায় শাসকের বিরুদ্ধে একটা অস্ত্র পেয়েছে তারা। এহেন পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন অনুভব করছে বিজেপি। ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস ডেকে পাঠিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। অপর্যাপ্ত বাহিনী দিয়ে কীভাবে ভোট সম্ভব, উঠছে প্রশ্ন।