জোড়া সভা! প্রচারের ময়দানে এবার অভিষেক

নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ারের পর এবার ভোটকে সামনে রেখে প্রচারের ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে সোমবার থেকে প্রচার শুরু করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের কোচবিহার জেলা দিয়ে শুরু করবেন প্রচার। নবজোয়ার যাত্রার সময় এই কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে, এবার কোচবিহারে একাই থাকছেন মমতা। অভিষেক তার প্রচার কর্মসূচি শুরু করবেন আগামী ২৭ জুন থেকে। নদিয়া জেলা থেকে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২৭ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত টানা প্রচার কর্মসূচি রয়েছে অভিষেকের। উল্লেখযোগ্য বিষয় হল, প্রথম দিনেই জোড়া সভা করবেন অভিষেক।  নদিয়া জেলার কৃষ্ণনগর ও রানাঘাটে জোড়া সভা দিয়ে তৃণমূলের নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন অভিষেক। তার আগমনের আগে জেলায় সাজো সাজো রব। চলছে প্রস্তুতি। 

উল্লেখ্য, এদিকে পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততোই যেন মুড়মুড়কির মতো বোমা উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে। মুর্শিদাবাদে বোমা উদ্ধারের ঘটনা বাড়ছে। নির্বাচনী প্রচারে সে বিষয়টি নিয়ে অভিষেক কিছু বলেন কিনা সেটাই দেখার।