/anm-bengali/media/media_files/TvJKXznBUncMg91uen7E.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক নাকি অভিষেকের প্রতি স্থানান্তরিত তার আনুগত্য? ফিরহাদ হাকিমের পোস্ট শেয়ার করে পাল্টা প্রশ্ন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়াড়ির।
প্রসঙ্গত, সকালে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম একটি ট্যুইট করেছিলেন। বিজেপিকে আক্রমণ করে তিনি লিখেছেন, ''বিজেপি ও তাদের পুলিশ ভুলে গিয়েছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক দশক ধরে তৎকালীন ক্ষমতাসীন শক্তির নিপীড়নের মুখে বাংলার মানুষের কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হয়েছেন।ক্ষমতায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের প্রস্তুত করেছেন এবং প্রতিটি আঘাত আমাদের উপর বর্ষিত হয়েছে যা কেবল আমাদের শক্তিশালী করে। আমরা বাংলার জন্য লড়াই চালিয়ে যাব।ভারতের মানুষ গণতন্ত্রের এই কালো দিনটিকে মনে রাখবে।'' আর এরই পল্টা জিতেন্দ্রর ফিরহাদকে প্রশ্ন, তবুও দিদির সৈনিক নাকি অভিষেকের প্রতি আপনার আনুগত্য স্থানান্তরিত?
Still a soldier of Didi or shifted your Loyalty to Abhishek? https://t.co/iBOyjbWZpx
— Jitendra Tiwari * জিতেন্দ্র তিওয়ারি (@JitendraAsansol) October 4, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us