'নিজের অধিকারের স্বার্থে ভোট দিন', বার্তা অভিষেকের

৬০ দিনের যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তার তৃতীয় দিন। জনসংযোগ যাত্রার তৃতীয় দিনে আলিপুরদুুয়ারের মঞ্চ থেকে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
Aniruddha Chakraborty
New Update
JHNCBV

নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার আলিপুরদুয়ারে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আর একটিও আসন হাতছাড়া করতে চায় না শাসকদল। তাই ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচির আড়ালে আদতে আলিপুরদুয়ারের হারানো জমি পুনরুদ্ধারে অভিষেক। জনসংযোগ যাত্রার তৃতীয় দিনে আলিপুরদুুয়ারের মঞ্চ থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, 'ধর্ম বাড়িতে করব, ভোট দেব নিজের অধিকারের স্বার্থে।' তিনি বলেন, 'মানুষ যাঁকে সার্টিফিকেট দেবেন, তাঁর পিছনে দল থাকবে। সর্বশক্তি দিয়ে তাঁকে জেতাবে।' আলিপুরদুুয়ারের মঞ্চ থেকে অভিষেকের দাবি, নির্বাচিত জনপ্রতিনিধি যাতে আগামী পাঁচ বছর মাথা নিচু করে কাজ করেন সেটি নিশ্চিত করতেই তিনি এসেছেন। এটিই তৃণমূলের 'নবজোয়ার'।